September 11, 2025, 3:36 pm

হটাৎ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিখোঁজ

Reporter Name 165 View
Update : Saturday, September 28, 2019

নিজস্ব প্রতিবেদক | শনিবার,২৮ সেপ্টেম্বর ২০১৯:
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তৃতীয় বর্ষের শিক্ষার্থী গোলাম ইশরাফ সাইফ রিদম (২১) রাজধানীর নতুন বাজার এলাকা থেকে নিখোঁজ হয়েছেন।

নিখোঁজ রিদম বিশ্ববিদ্যালয়টির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ছাত্র।

শুক্রবার নিখোঁজ রিদমের মামা কাজী ইফতেখার বলেন, তার ভাগ্নে (বৃহস্পতিবার) বিকেলে নতুন বাজার সিএনজি স্টেশনের কাছ থেকে নিখোঁজ হন।

এ ঘটনায় রিদমের মা কাজী ডালিয়া বাশার ভাটারা থানায় একটি সাধারণ ডায়রি দায়ের করেছেন বলে জানা গেছে।

ভাটারা থানার তদন্ত কর্মকর্তা ও উপপরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ক্লাস থেকে বের হয়ে রিদম তার মাকে ফোন দিয়ে বলেছিলেন যে তিনি বাসায় আসছেন। কিন্তু, তারপর থেকেই রিদমকে আর পাওয়া যাচ্ছে না।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর