October 31, 2025, 3:27 am

গাজীপুরে গুলি ছুড়ে ১৬ লাখ টাকা ছিনতাই

Reporter Name 148 View
Update : Sunday, September 29, 2019

নিউজ ডেস্ক | রবিবার,২৯ সেপ্টেম্বর ২০১৯:
গাজীপুরে স্থানীয় জাপান টোবাকো পরিবেশকের ১৬ লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। এ সময় ছিনতাইকারীরা গুলি ছোড়েন এবং মারধর করে পরিবেশক নূরুল হক রতন ও সোহেল নামের এক কর্মচারী আহত হন।

রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টার দিকে চৌরাস্তার সিয়াম ফিলিং স্টেশনের কাছে ঢাকা-জয়দেবপুর সড়কে এ ঘটনা ঘটে।

পরিবেশক নূরুল হক রতন জানান, তিনি চান্দনা চৌরাস্তার অফিস থেকে ১৬ লাখ ৪১ হাজার টাকা নেন। এরপর ছয় কর্মচারী নিয়ে টাকা চান্দিনা-ঢাকা সড়কের মাছ বাজারের পাশের পূবালী ব্যাংকে জমা দিতে পায়ে হেঁটে রওনা দেন। অফিস থেকে কিছুদূর যাওয়ার পর সকাল পৌনে ১১টার দিকে পেছন থেকে ছয়-সাতজন দুর্বৃত্ত লাঠিসোঁটা ও রড নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। এতে কর্মচারী সোহেলসহ তিনি আহত হন। একপর্যায়ে ছিনতাইকারীরা চার রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে সোহেলের হাতে থাকা টাকার ব্যাগ নিয়ে দ্রুত মোটরসাইকেলে করে জয়দেবপুর শহরের দিকে চলে যায়।

এ ঘটনায় গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম কাউসার চৌধুরী বলেন, শুনেছি এক রাউন্ড গুলি ছুড়ে ছিনতাইকারীরা টাকাগুলো ছিনতাই করে নিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর