চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত
 
						নিউজ ডেস্ক | রবিবার,২৯ সেপ্টেম্বর ২০১৯:
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রাকের ধাক্কায় রবিউল ইসলাম (৫০) নামের এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকের আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন ।
রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দর্শনা ফায়ার সার্ভিস অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রবিউল ইসলাম চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারী গ্রামের মিরাজ বিশ্বাসের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে দর্শনা থেকে একটি ইজিবাইক যাত্রী নিয়ে চুয়াডাঙ্গার দিকে আসছিল। এ সময় দর্শনা ফায়ার সার্ভিসের সামনে দ্রুতগতির একটি ট্রাক ইজিবাইককে ধাক্কা দেয়। এসময় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে। এতে ইজিবাইক চালক ও যাত্রীরা আহত হন।
পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক চালক রবিউল ইসলামকে মৃত ঘোষণা করেন।
এদিকে অন্য আহতদের দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে সাদিয়া নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
দামুড়হুদা মডেল থানার ওসি সুকুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি দুর্ঘটনার পরপরই পালিয়ে গেছে।


 
												                                            





 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										