জবি প্রেসক্লাবের নির্বাচন আগামী মঙ্গলবার

নিউজ ডেস্ক | রবিবার,২৯ সেপ্টেম্বর ২০১৯: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কর্মরত প্রগতিশীল সাংবাদিকদের সংগঠন ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’ এর ২০১৯-২০২০ কার্যনির্বাহী কমিটির নির্বাচন ১ অক্টোবর মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
রবিবার (২৯ সেপ্টেম্বর) সংগঠনের দফতর সম্পাদক জগেশ রায় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আগামী মঙ্গলবার বিশ্ববিদ্যালয় উপাচার্যের সভাকক্ষে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে সোমবার মনোনয়ন ফরম বিক্রি ও যাচাই বাচাই করে প্রার্থিতা ঘোষণা করা হবে। নির্বাচন শেষে দুপুর ১টায় উপাচার্যের সম্মেলন কক্ষে ৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করে ফলাফল ঘোষণা করা হবে।
রবিবার (২৯ সেপ্টেম্বর) সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম এর সভাপতিত্বে কার্যনির্বাহী মিটিংয়ে এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মিটিং শেষে বর্তমান সভাপতির নেতৃত্বে উপাচার্য বরাবর এ বিষয়ে অনুমোদন চেয়ে লিখিত আবেদন জমা দিলে উপাচার্য নির্বাচনের অনুমতি প্রদান করেন।
আসন্ন নির্বাচন নিয়ে সভাপতি রাকিবুল ইসলাম বলেন, জবি প্রেসক্লাব সর্বদা গণতন্ত্রে বিশ্বাস করে ও লালন করে, তাই আমাদের আগামী নির্বাচনও হবে সম্পুর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে।
উল্লেখ্য, নির্বাচনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, সংগঠনের প্রধান উপদেষ্টা কাজী মোবারক হোসেন, প্রতিষ্ঠাতা সভাপতি ইমরান আহমেদ অপুসহ অন্যান্য উপদেষ্টা ও সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।