October 31, 2025, 3:34 am

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

Reporter Name 156 View
Update : Sunday, September 29, 2019

নিউজ ডেস্ক | রবিবার,২৯ সেপ্টেম্বর ২০১৯:
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে এ উপলক্ষে সার্কিট হাউজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে দিবসটি উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র‌্যালী জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজে গিয়ে শেষ হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক হায়াত উদ্দৌলা খান বলেন, জাতীয় নিরাপত্তা, তদন্তাধীন ও বিচারিক বিষয় সহ কয়েকটি বিষয় যা আইনে উল্লেখ করা আছে, সেগুলো বাদে সব তথ্য জানার অধিকার সবার আছে। সব ক্ষেত্রে তথ্য জানা থাকলে স্বচ্ছতা নিশ্চিত করা যায়। এতে করে দেশে দুর্নীতি কমবে এবং নাগরিকরা তার অধিকার পাবে।

অতিরিক্ত জেলা প্রশাসক মিতু মরিয়মের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রেজাউল কবীর, জেলা তথ্য অফিসার আসাদুজ্জামান কাউছার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী প্রমুখ।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর