September 15, 2025, 4:31 am

কাজ শেষ হওয়ার আগেই ভেঙ্গে গেল ব্রিজের গার্ডার

Reporter Name 127 View
Update : Monday, September 30, 2019

নিউজ ডেস্ক | সোমবার,৩০ সেপ্টেম্বর ২০১৯:
কাজ শেষ হওয়ার আগেই ভেঙ্গে গেছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার টোক নদীর উপর চার কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রিজের গার্ডার।

উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা যায়, উপজেলার বানিয়াপাড়া ও বাইচাইল গ্রামের সংযোগ স্থাপনে টোক নদীর উপর ব্রিজটির নির্মাণ কাজ চলছে। ৮১ মিটার দৈর্ঘ্য ও ৭.৩২ মিটার প্রস্থ্য ব্রিজটির নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৪ কোটি টাকা।

ইতিমধ্যে ব্রিজটির প্রায় ৬৫ ভাগ কাজ শেষ হয়েছে। ব্রীজের নকশা অনুযায়ী নয়টি গার্ডারের মধ্যে ছয়টি গার্ডার বসানোর কাজ শেষ হয়েছে। গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ৭ম গার্ডারটি বসানোর সময় তা ভেঙ্গে যায়।

স্থানীয় বাসিন্দা ইব্রাহিম বলেন, ব্রিজটি নির্মানে পাথর ও বালির অনুপাতে সিমেন্ট দেওয়া হয়নি। রডও ব্যবহার করা হয়েছে সাধারন মানের। নির্মাণ ত্রুটি ও নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে কাজ করার কারনেই গার্ডারটি ভেঙ্গে গেছে।

ব্রীজের কাজ পাওয়া ঠিকাদার শ্রী শ্যামল চন্দ্র সাহার সাথে যোগাযোগ করতে চাইলে ব্রীজের তদারকি কাজে নিয়োজিত সবুজ বলেন তিনি বিদেশে আছেন।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী একেএম হেদায়েত উল্লাহ বলেন, গার্ডার উঠানোর মেশিনে সমস্যা থাকার কারণে গার্ডারটি ভেঙ্গে যায়।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর