December 8, 2025, 11:58 pm

প্রথম চুমু নিয়ে মুখ খুলে ফের আলোচনায় কঙ্গনা!

Reporter Name 184 View
Update : Monday, September 30, 2019

বিনোদন ডেস্ক | সোমবার,৩০ সেপ্টেম্বর ২০১৯:
ঠোঁটকাটা বলে বহু দিন থেকেই বলিউডে জনপ্রিয় কঙ্গনা রানাওয়াত। যখনই মুখ খোলেন, তখনই তার নামে ছড়িয়ে পড়ে নানা বিতর্ক। এবার সেরকমই এক কাণ্ড করে ফেললেন কঙ্গনা।

সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে কঙ্গনা স্পষ্টই জানিয়ে ফেললেন, প্রথমবার তিনি যখন চুমু খেয়েছিলেন, ঠিক কেমন লেগেছিল তার।

কঙ্গনা স্পষ্টই জানালেন, তখন আমার সতেরো বছর বয়স। আমার এক বন্ধুর সঙ্গে আমি ঘুরতে বেরিয়ে ছিলাম। সেখানেই এক পঞ্জাবী ছেলের সঙ্গে আলাপ হয়৷ ছেলেটি আমাকে জানায়, আমি নাকি বাচ্চা ! আমি তাকে ফোন করতে থাকি৷ সোজাসুজিই বলি আমাকে বড় করে দাও।

কঙ্গনা আরও জানালেন, আমি প্রথম যখন চুমু খাই। আমার ঠোঁটের মধ্যে ঠোঁট ঢুকিয়ে দিয়েছিল আমার বয়ফ্রেন্ড। দম বন্ধ হয়ে যাচ্ছিল। আমি মুখ নাড়াতেই পাচ্ছিলাম না।

শুধু তাই নয়, কঙ্গনা নাকি প্রথম ভালোবেসেছিলেন তার গৃহশিক্ষককে। গৃহশিক্ষককে নিয়ে নাকি নানারকম স্বপ্নও দেখতেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর