রমনা ডিসি সাজ্জাদুরের পিস্তলে ছেলের ‘আত্মহত্যা’
						নিউজ ডেস্ক | সোমবার,৩০ সেপ্টেম্বর ২০১৯:
রাজধানীর রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমানের লাইসেন্স করা পিস্তলে তার ছেলে সাকিব-বিন-সাজ্জাদ (১৭) ‘আত্নহত্যা’ করেছেন। 
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে আজিমপুরে সরকারি কোয়ার্টারের ৬৭ নম্বর ভবন থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
নিহতের বাবা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান নিজেই আত্মহত্যার বিষয়টি ব্রেকিংনিউজকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, আমার অস্ত্র দিয়ে ছেলে আত্মহত্যা করেছে। সে সিটি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল।
লালবাগের উপকমিশনার (ডিসি) মুনতাসির রনি বলেন, সাদিক আত্মহত্যা করেছে বলে তথ্য পেয়েছি। তার মাথায় গুলি ছিল। আমরা লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি।
More News Of This Category
	
					
							 এক ক্লিকে বিভাগের খবর  
							

												                                            





										
										
										
										
										
										
										
										
										
										
										
										
										
										
										
										
										
										
										
										
										
										