October 31, 2025, 3:30 am

রাষ্ট্রপতি খুলনায় যাচ্ছেন মঙ্গলবার

Reporter Name 151 View
Update : Monday, September 30, 2019

নিউজ ডেস্ক | সোমবার,৩০ সেপ্টেম্বর ২০১৯:
নৌঘাঁটি বানৌজা তিতুমীরে ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) প্রদান অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার (১ অক্টোবর) দুদিনের সফরে খুলনা যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সফরকালে ২ অক্টোবর সকাল ১০টায় রাষ্ট্রপতি খুলনার খালিশপুরে অবস্থিত নৌঘাঁটি বানৌজা তিতুমীরে ন্যাশনাল স্ট্যান্ডাডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

নৌঘাঁটি বানৌজা তিতুমীরের সার্বিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) প্রদান করা হবে।

অনুষ্ঠানে মন্ত্রী, সংসদ সদস্য, তিন বাহিনীর প্রধান, উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারাও উপস্থিত থাকবেন। অনুষ্ঠান শেষে বুধবার ঢাকায় ফিরবেন রাষ্ট্রপতি।

এদিকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আগমন উপলক্ষে খুলনায় ইতোমধ্যেই সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠান সফল করতে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর