September 11, 2025, 7:21 pm

আম্বাজী মন্দির থেকে ফেরার পথে একই গ্রামের ২১ জন নিহত

Reporter Name 167 View
Update : Tuesday, October 1, 2019

নিউজ ডেস্ক | মঙ্গলবার, ১ অক্টোবর ২০১৯:
ভারতের গুজরাটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে নারী-শিশুসহ অন্তত ২১ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন কমপক্ষে আরও ৫০ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে অন্তত ৩৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

গতকাল সোমবার গুজরাট রাজ্যের বনসকণ্ঠ জেলার ত্রিশূলিয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা সবাই একই এলাকার বাসিন্দা ছিলেন। তারা সবাই আম্বাজী মন্দির থেকে ফিরছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র খবরে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, নিহতদের মধ্যে ৪ শিশু, ৩ জন নারী ও ১৪ জন পুরুষ রয়েছেন।

প্রবল বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল থাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে জেলা প্রশাসক সন্দীপ সাগলে সাংবাদিকদের বলেন, ‘আহতদের চিকিৎসা ও নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য দুটি হাসপাতালেই আমরা আরও চিকিৎসক পাঠিয়েছি।’

ভয়াবহ এ ‍দুর্ঘটনায় হতাহতদের প্রতি শোক প্রকাশ করে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি।

নিহতদের আত্মার শান্তি কামনা করে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর