দ্রুতই শীর্ষ সন্ত্রাসী জিসানকে ফিরিয়ে আনা হবে: পুলিশ হেডকোয়ার্টারস

নিজস্ব প্রতিবেদক | শুক্রবার,৪ অক্টোবর ২০১৯:
বহুল আলোচিত বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী জিসান আহমেদ দুবাইয়ে গ্রেফতার হয়েছেন। বুধবার (২ অক্টোবর) রাতে জিসানকে গ্রেফতার করা হন। আইনি প্রক্রিয়া শেষে তাকে দ্রুতই বাংলাদেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ সদর দফতর।
শুক্রবার (০৪ অক্টোবর) পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) সোহেল রানা ব্রেকিংনিউজকে বিষয়টি জানান।
তিনি জানান, বাংলাদেশ পুলিশ সদর দফতরের এনসিবি শাখার উদ্যোগে ও এনসিবি (ইন্টারপোল) দুবাইয়ের সহযোগিতায় শীর্ষ সন্ত্রাসী জিসানকে গ্রেফতার করা হয়েছে। এনসিবি দুবাই বৃহস্পতিবার (০৩ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছে।
যথাযথ আইনি প্রক্রিয়া শেষে জিসানকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনা হবে বলেও জানান তিনি।
সম্প্রতি দুর্নীতি বিরোধী অভিযানে দুই যুবলীগ নেতা জিকে শামীম ও খালেদ মাহমুদ ভূঁইয়াকে গ্রেফতারে পর জিসানের নাম আলোচনায় আসে। তাছাড়া সরকারের পুরস্কার ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর মধ্যে অন্যতম তিনি।
২০০৩ সালে মালিবাগের একটি হোটেলে দুজন ডিবি পুলিশকে হত্যার পর আলোচনায় আসেন জিসান। ২০০৫ সালে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের মুখে সে দেশ ছেড়ে পালিয়ে যায় বলে ধারণা করা হয়।
আইনশৃঙ্খলা-বাহিনী সূত্রে জানা যায়, ২০০৫ সালে পালিয়ে ভারতে প্রবেশ করে জিসান। এরপর নিজের নাম পরিবর্তন করে আলী আকবর চৌধুরী নামে পাসপোর্ট সংগ্রহ করেন।