August 27, 2025, 8:16 pm

‘শুদ্ধি অভিযানে’ সাংবাদিকদের সহযোগিতা চাইলেন ওবায়দুল কাদের

Reporter Name 137 View
Update : Friday, October 4, 2019

নিজস্ব প্রতিবেদক | শুক্রবার,৪ অক্টোবর ২০১৯:
চলমান ‘শুদ্ধি অভিযানে’ সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সাংবাদিকদের উদ্দেশ্য তিনি বলেন, আপনারা যদি সমর্থন করেন, আমরা এ ধরণের অন্যায়, অপকর্ম, মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে শুদ্ধি অভিযান অব্যাহত রাখবো। আমার নিজেদের ঘর থেকেই এ অভিযান শুরু করেছি।

শুক্রবার ( ৪ অক্টোবর) রাজধানীর ঢাকা ক্লাব মিলনায়তনে নিউজ ব্রডকাস্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ -এর ২০১৯-২০২১ কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদক, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, অপকর্মকারী, টেন্ডারবাজদের বিরুদ্ধে যে ‘ক্রসেড’ শুরু করেছেন তা দেশের জনগণ এপ্রোসিয়েড করছে। কিছু বিদ্বেষী- অসংলগ্ন রাজনৈতিক লোক ছাড়া দেশের সর্বস্তরের মানুষ এই অভিযানের প্রশংসা করছে।

এ সময় সাংবাদিকদের অসুবিধাগুলো দেখার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপস্থিত তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকেও বলেন।

কাদের বলেন, অনেক মিডিয়ায় সাংবাদিকদের বেতনের সমস্যা। আমি আশা করি ড. হাছান মাহমুদ সাংবাদিকদের অসুবিধাগুলো দেখবেন এবং সমাধানের উদ্যোগ নিবেন। সাংবাদিকদের সমস্যা সমাধানের জন্য যদি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো বিষয়ে আলোচনা করতে হয় সেখানে আমিও যেতে রাজি আছি।

নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক জাবেদ কারদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সংগঠনের সভাপতি মুমতাহিনা রিতু প্রমুখ।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর