খুলনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এক গৃহবধূর মৃত্যু

খুলনা | সোমবার ০৭ অক্টোবর ২০১৯: খুলনায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত ওই গৃহবধূর নাম রেখা মল্লিক (৪৫)। রবিবার (৬ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে খুলনায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মোট ১৬ রোগীর মৃত্যু হয়েছে।
রেখা মল্লিক যশোরের কেশবপুর উপজেলার চিত্ত মল্লিকের স্ত্রী।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের সমন্বয়কারী আবাসিক ফিজিশিয়ান ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত শনিবার রেখা মল্লিক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হন। এছাড়াও কিডনি সমস্যা ও হৃদরোগে ভুগছিলেন তিনি।
রবিবার রাত পৌনে ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর