December 23, 2025, 2:14 am

বুয়েটে ‘শিবির সন্দেহে’ শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা

Reporter Name 182 View
Update : Monday, October 7, 2019

নিজস্ব প্রতিবেদক | সোমবার ০৭ অক্টোবর ২০১৯:
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একটি হল থেকে আবরার ফাহাদ (২১) নামের এক শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ফাহাদকে শিবির সন্দেহে পিটিয়ে হত্যা করার অভিযোগ করছে শিক্ষার্থীরা।

সোমবার (৭ অক্টোবর) ভোর ৪টার দিকে মৃতদেহটি উদ্ধার করেছে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

মৃত ফাহাদের গ্রামের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার মুক্তিযোদ্ধা রোডে। বাবার নাম বরকত উল্লাহ। সে বুয়েটের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল এবং শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষে থাকতো।

চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানায়, ভোরে সংবাদ পেয়ে বুয়েটের শেরেবাংলা হলের উত্তর ব্লকের ২য় তলার সিঁড়ি থেকে ফাহাদের মৃতদেহ উদ্ধার করি। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় তাকে পিটিয়ে হত্যা করে ফেলে রেখেছে কেউ।

ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর তার মৃত্যুর বিষয়ে আরও ধারণা পাওয়া যাবে বলে জানান এসআই দেলোয়ার।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর