September 12, 2025, 12:34 pm

বঙ্গবন্ধুর নামে হবে আর্জেন্টিনার ম্যাচ!

Reporter Name 157 View
Update : Tuesday, October 8, 2019

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার, ৮ অক্টোবর ২০১৯ :
ফের বাংলাদেশে আসছে মেসির আর্জেন্টিনা। নভেম্বরের ১৮ তারিখ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্যারাগুয়ের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলবেন মেসিরা।

ম্যাচটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে করার প্রস্তাব দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ম্যাচটি যাদের উদ্যোগে ম্যাচটি ঢাকায় হচ্ছে সেই এজেন্টের কাছে প্রস্তাবটি দেয়া হয় বলে জানা গেছে।

এ বিষয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেন, প্রতিষ্ঠানটি ম্যাচ আয়োজনের আনুষ্ঠানিক সম্মতি ও নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছিল। আমরা লিখিতভাবে তাদের জানিয়ে দিয়েছি সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার কথা। ওই চিঠিতেই আমরা প্রস্তাব দিয়েছি ম্যাচটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে করার।

আগামী বছর ১৭ মার্চ থেকে পরের বছর ১৭ মার্চ পর্যন্ত মুজিববর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী শুরুর আগে আর্জেন্টিনা ও প্যারাগুয়ের ম্যাচটিকে প্রস্তুতি হিসেবে করার জন্য এই প্রস্তাব দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর