ক্যাসিনো অভিযান: বিদেশে পালানোর সময় কাউন্সিলর মিজান আটক

নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১১ অক্টোবর ২০১৯ :
ক্যাসিনো অভিযান: বিদেশে পালানোর সময় কাউন্সিলর মিজান আটক
ক্যাসিনোবিরোধী চলমান অভিযান থেকে বাঁচতে পার্শ্ববর্তী দেশে পালানোর সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর রহমান মিজান ওরফে পাগলা মিজানকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)।
শুক্রবার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে তাকে আটক করা হয়।
কাউন্সিলর মিজানকে আটকের খবর ব্রেকিংনিউজকে নিশ্চিত করেছেন র্যাব সদর দফতরের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান।
র্যাবের পক্ষ থেকে বলা হয়, চলমান অভিযানের অংশ হিসেবে হাবিবুর রহমান মিজানকে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যাওয়ার আগমুহূর্তে শ্রীমঙ্গল থেকে আটক করা হয়েছে।
এর আগে মিজানকে আটকে বুধবার রাতেও মোহাম্মদপুরের আওরঙ্গজেব রোডের বাড়িতে অভিযান চালায় র্যাব। সেসময় তাকে পাওয়া যায়নি। টেন্ডারবাজি-চাঁদাবাজি, ভূমি দখল, মোহাম্মদপুর বিহারি ক্যাম্পে মাদক ও চোরাই গ্যাস-বিদ্যুতের ব্যবসার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে আইনশৃঙ্খলাবাহিনীর হাতে।
পাগলা মিজানকে একজন ভয়ঙ্কর সন্ত্রাসী হিসেবে পরিচিত। সিটি করপোরেশনের ম্যানহোলের ঢাকনা চুরি থেকে শুরু করে মানুষ হত্যার মতো গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তিনি মোহাম্মদপুরে গড়ে তুলেছেন অপরাধ সাম্রাজ্য। তবে মিজানের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করছে তার পরিবার।