August 7, 2025, 12:54 am

বুয়েটে প্রশাসন সতর্ক থাকলে আবরার হত্যা হতো না: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name 156 View
Update : Friday, October 11, 2019

নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১১ অক্টোবর ২০১৯ :
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রশাসন সতর্ক থাকলে ও নজরদারি বাড়ালে আবরার ফাহাদ হত্যাকাণ্ড সংঘটিত হতো না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শুক্রবার (১১ অক্টোবর) তেজগাঁওয়ের টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত প্রধান ফটক উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ডাক না দিলে তারা কিন্তু ভেতরে প্রবেশ করে না। বুয়েটে প্রশাসনের এই জায়গাটিতে আরও সতর্ক হওয়া উচিত ছিল। তারা আরেকটু সতর্ক থাকলে হয়তো এই ধরনের ঘটনা নাও ঘটতে পারতো।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আবরার হত্যাকাণ্ড যারা সংঘটিত করেছিল এদের প্রায় সবাইকে আমরা ধরে ফেলেছি এবং শনাক্ত করেছি। এ পর্যন্ত ১৭ জনকে আটক করা হয়েছে। ইতোমধ্যে একজন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আমি আগেও বলেছি আজও বলছি, অত্যন্ত দ্রুততার সঙ্গে এ মামলার চার্জশিট দেওয়া হবে। আশা করছি, তদন্ত সংশ্লিষ্ট সংস্থা দ্রুততম সময়ের মধ্যে মামলা তদন্ত সম্পন্ন করবে।’

আসাদুজ্জামান বলেন, ‘এ ধরনের ঘটনায় আমাদের ভবিষ্যৎ প্রজন্ম (যাদের নিয়ে আমরা অহংকার করি) তারা যেন হারিয়ে না যায়। আমি আহ্বান করব এ ঘটনার মতো খারাপ কাজ, এর মতো গর্হিত কাজ যেন আর না ঘটে।’

তিনি আরও বলেন, ‘আরও অনেক ঘটনা বিশ্ববিদ্যালয়ে ঘটেছে। আমরা সানি হত্যাও দেখেছি। কিন্তু এ হত্যাকাণ্ডটি সবার হৃদয়ে দাগ কেটেছে। আমি আশা করব, আমাদের ছাত্র সমাজ এ ধরনের ঘটনা আর দেখবে না। যাতে না ঘটে সেজন্য তারাও সজাগ থাকবে।’

হত্যাকাণ্ডের মূল কারণ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ খুনের পেছনের কারণটা কী? এটা আমাদের দেখতে হচ্ছে। যারা ধরা পড়ছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত চলছে, এর পেছনে মোটিভটা কী জানার চেষ্টা চলছে। এমনি এমনি একজন আরেকজনকে হত্যা করবে এটা যেমন বিশ্বাসযোগ্য নয়। এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, আরও কিছু উদ্দেশ্য আছে। এর সবই আমরা খতিয়ে দেখছি।’

মন্ত্রী বলেন, ‘আমরা মনে করি, যারা পড়াশোনা করতে এসেছে, তারা সবাই মেধাবী। এ ধরনের মেধাবীরাই এ ধরনের ঘটনা ঘটিয়েছে। নিশ্চয়ই কোন কারণ রয়েছে। সে কারণগুলো উদঘাটন করে নিখুঁত ও তথ্যসমৃদ্ধ চার্জশিট দিতে চাই।’


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর