August 7, 2025, 1:00 am

রাজধানীতে পুলিশ পরিচয়ে ৭৫ লাখ টাকা ছিনতাই, উদ্ধারে অভিযান চলছে

Reporter Name 144 View
Update : Friday, October 11, 2019

নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১১ অক্টোবর ২০১৯ :
রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এলাকায় এক ব্যবসায়ীর কাছে থাকা ৭৫ লাখ টাকা নিয়ে পালিয়েছে ডিবি পুলিশ পরিচয়ে কয়েকজন ব্যক্তি। ব্যবসায়ীর নাম নাইমুর রহমান রাফি (৩০)। প্রথমে তার গাড়ি গতিরোধ করে। পরে তাকে গাড়ি থেকে নামিয়ে মারধর করে ডিবি পুলিশ পরিচয়ে ব্যক্তিরা পালিয়ে যায়।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার দিবাগত রাতে রাতে পল্টন থানার (ওসি) আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাফি নামের ওই ব্যবসায়ী নিজ গাড়িযোগে টাকা ভর্তি দুটি ব্যাগে করে প্রায় কোটি টাকা নিয়ে যাওয়ার সময় বঙ্গবন্ধু স্টেডিয়ামের ১নং গেটের সামনে একটি হায়েস গাড়ি করে কয়েকজন ব্যক্তি ডিবি পুলিশ পরিচয় দিয়ে গাড়ি থেকে রাফিকে নামিয়ে মারধর করতে থাকে। একপর্যায়ে সেখানে হট্টগোল খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এগিয়ে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডিবি পরিচয়দানকারী কয়েকজন গাড়ি নিয়ে পালিয়ে গেলেও একজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

তিনি আরো জানান, সেই ব্যবসায়ী জানান ছিনতাই করে নিয়ে যাওয়া ওই ব্যাগে প্রায় ৭৫ লাখ টাকা ছিল। ব্যবসায়ীর কাছে আরেকটি ব্যাগে টাকা পাওয়া গিয়েছে ২৪ লাখ ৮৯ হাজার টাকা।

ওসি জানান, বাকিদের ধরতে আটককৃত ব্যক্তির নাম প্রকাশ করতে পুলিশ অনিচ্ছুক। আটককৃত ব্যক্তিকে নিয়ে অভিযানে চালাচ্ছে পুলিশ। রাফিকে রাতে প্রাথমিক চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। তার অভিযোগের ভিত্তিতে আটক ব্যক্তিকে নিয়ে অভিযান চালাচ্ছে পুলিশ। পরে বিস্তারিত জানা যাবে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর