August 4, 2025, 1:58 am

স্বামীর ‌‘গোপন’ রোগের কথা ফাঁস করলেন প্রিয়াঙ্কা

Reporter Name 153 View
Update : Friday, October 11, 2019

বিনোদন ডেস্ক | শুক্রবার, ১১ অক্টোবর ২০১৯ :
বিয়ের পর থেকে সুখেই সংসার করছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তারপরও স্বামী মার্কিন পপ তারকা নিক জোনাসকে নিয়ে তার চিন্তা কম নয়। স্বামীর চিন্তায় মাঝরাতে ঘুম ভেঙে যেত তার। নিজেই সে কথা জানালেন প্রিয়াঙ্কা। সম্প্রতি ‘দ্য স্কাই ইস পিঙ্ক’-এর এক প্রমোশনে হাজির ছিলেন প্রিয়াঙ্কা। সেখানেই তিনি নিকের ‘গোপন’ রোগের কথা জানান। অভিনেত্রী বলেন, কিশোর বয়স থেকেই মধুমেহ রোগে ভুগছেন নিক।

ভারতীয় গণমাধ্যম জিনিউজের খবরে বলা হয়েছে, মাত্র ১৩ বছর বয়সে নিকের মধুমেহ রোগ ধরা পড়ে। সেই থেকে এখন পর্যন্ত এ রোগের চিকিৎসা করাচ্ছেন নিক। তবে মার্কিন পপ তারকা যতই রোগের জন্য চিকিৎসা করান কিংবা নিয়ম মেনে খাওয়াদাওয়া করুন না কেন, তার জন্য স্ত্রী প্রিয়াঙ্কার চিন্তা কিন্তু কমে না।

সেই কারণেই বিয়ের পর প্রথম দিকে ভয়ের চোটে মাঝ রাতে উঠে পড়তেন অভিনেত্রী। পিগি বলেন, মাঝ রাতে উঠে ঘুমন্ত নিককে ভালো করে দেখে, তবেই ফের ঘুমোতেন তিনি। প্রিয়াঙ্কা আরও বলেন, বিয়ের পর প্রথমে বুঝতে পারতেন না, কী করা উচিত তার। সেই কারণে প্রায়শই ঘুমের মাঝখানে উঠে পড়তেন তিনি। নিকের শরীর খারাপ করলো না তো, সেই সবদিক খতিয়ে দেখে তবেই তিনি ফের ঘুমোতে যেতেন বলে জানান এই অভিনেত্রী।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর