August 2, 2025, 9:09 pm

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোনো টর্চার সেল নেইঃ চবি ছাত্রলীগ

Reporter Name 166 View
Update : Saturday, October 12, 2019

নুর নবী রবিন, চবি প্রতিনিধিঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোনো টর্চার সেল নেই দাবি করে বিবৃতি দিয়েছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

শুক্রবার (১১ অক্টোবর) বাংলাদেশ ছাত্রলীগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রেজাউল হক রোবেল ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু সাক্ষরিত এক যৌথ বিবৃতিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ” বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করলো দেশের একটি স্বনামধন্য টিভি চ্যানেল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের তথাকথিত টর্চারসেল নিয়ে প্রচারিত সংবাদে একদম শেষের দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাম জুড়ে দিয়েছে। আমরা তাদের এই ধরনের ভিত্তিহীন, সর্বৈব মিথ্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।পাশাপাশি, দেশের সকল গণমাধ্যমের প্রতি আহবান জানাচ্ছি আপনারা সরেজমিনে এসে বিষয়টি নিয়ে খোঁজ নিয়ে দেখতে পারেন, তাহলেই এই দাবীর অসাড়তা প্রমাণ হবে।উল্লেখ্য, বাংলাদেশের অস্তিত্ব অস্বীকারকারীদের দোসর শিবির যখন হল গুলো তে অবস্থান করতো তখন বিভিন্ন পত্রপত্রিকায় রুমে রুমে শিবিরের ছাত্র নির্যাতনের খবর শোনা গেলেও হল গুলোতে ছাত্রলীগের অবস্থান সুসংহত হওয়ার পর হল গুলো তে সাধারণ ছাত্র নির্যাতনের একটা অভিযোগ পর্যন্ত নেই। এমতাবস্থায়, উক্ত গণমাধ্যমের এই ধরনের অনাকাঙ্ক্ষিত সংবাদের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শাখা ছাত্রলীগের নেতাকর্মীর পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা উক্ত সংবাদের প্রতিবাদ জানায়।তাই,আমরা উক্ত গণমাধ্যম সহ সকলের প্রতি আরো দায়িত্বশীল ও পেশাদারি সাংবাদিকতার প্রত্যাশা রেখে উক্ত সংবাদ হতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাম প্রত্যাহারের অনুরোধ করছি।”


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর