খুলনায় আবাসিক হোটেল থেকে নারীসহ আটক ৭

খুলনা | সোমবার, ১৪ অক্টোবর ২০১৯:
খুলনা মহানগরীর একটি আবাসিক হোটেল থেকে সাত জনকে আটক করেছে গোয়েন্দা শাখার সদস্যরা। অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে তাদেরকে আটক করা হয়।
রবিবার (১৩ অক্টোবর) সদর থানার বড় বাজার এলাকার সোহাগ হোটেল থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, কমল চক্রবর্তী (৫০), মো. ইসমাইল সরদার (৪০), মোছা. নিপা (২৫), মোছা. লিপি বেগম (৩০), মোছা. নাসরিন বেগম (২৮), ডালিম বেগম (৩০) ও রহিমা বেগম (৪৩)।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ভারপ্রাপ্ত উপ-কমিশনার (সদর) মনিরুজ্জামান মিঠু জানান, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর