October 30, 2025, 11:48 pm

বাংলাদেশিকে গুলি করে হত্যা করল বিএসএফ

Reporter Name 123 View
Update : Monday, October 14, 2019

নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৪ অক্টোবর ২০১৯:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে জহরুল ইসলাম নামে এক বাংলাদেশি রাখালকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।

রবিবার (১৩ অক্টোবর) ভোরে ভারতের শোভাপুর ক্যাম্পের কাছে এ ঘটনা ঘটে।

নিহত জোহরুল ইসলাম শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর ঠুটাপাড়া গ্রামের আবদুল কাদিরের ছেলে।

স্থানীয়রা জানায়, জহরুল ইসলামসহ কয়েকজন বাংলাদেশি রাখাল ভারতে সীমানায় অনুপ্রবেশ করে। এসময় ভারতের শোভাপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলিবর্ষণ করলে জহরুল ইসলাম ঘটনস্থলেই নিহত হন।

পরে তার সহযোগিরা জহরুলের লাশ উদ্ধর করে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসলে পরিবারের লোকজন তার নানির বাড়ি বালুটুঙ্গি এলাকায় দাফন করে।

যোগাযোগ করা হলে ৫৩-বিজিরি অধিনায়ক লে. কর্নেল মাহবুবুর রহমান জানান, ‘সীমান্তে হত্যাকাণ্ডের বিষয়টি আমরা শুনেছি। তবে এ বিষয়ে বিস্তারিত খবর নিয়ে পরে গণমাধ্যমকে জানানো হবে।’


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর