August 6, 2025, 8:26 am

৮ উপজেলায় ভোট চলছে…

Reporter Name 178 View
Update : Monday, October 14, 2019

নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৪ অক্টোবর ২০১৯:
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের অংশ হিসেবে আজ ১৪ অক্টোবর (সোমবার) দেশের আটটি উপজেলায় ভোটগ্রহণ চলছে।

আটটি উপজেলা হচ্ছে–শেরপুর সদর, নেত্রকোনার আটপাড়া, চাঁপাইনবাবগঞ্জ সদর, বরিশালের মেহেন্দীগঞ্জ, ঝিনাইদহের কোটচাঁদপুর ও মহেশপুর, নোয়াখালীর কবিরহাট ও চট্টগ্রামের সাতকানিয়া।

জানা গেছে, আটটি উপজেলার মধ্যে চারটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে। এগুলো হচ্ছে– চাঁপাইনবাবগঞ্জ সদর, মেহেন্দীগঞ্জ, মহেশপুর ও কবিরহাট উপজেলা।

অপরদিকে শেরপুর সদর, আটপাড়া, কোটচাঁদপুর ও সাতকানিয়া উপজেলায় ভোট ব্যালট পেপারে হবে।

এছাড়াও আজ দু’টি পৌরসভা ও শতাধিক ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এই নির্বাচনের জন্য জেলা নির্বাচন কর্মকর্তাকে রিটার্নিং কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাকে সহকারী রিটার্নিং কর্মকর্তা করা হয়েছে।

এর আগে ২০১৯ সালের মার্চ থেকে জুন পর্যন্ত প্রায় চার শতাধিক উপজেলায় পাঁচ ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর