August 22, 2025, 1:08 am

কিশোরকে অপহরণের পর শারীরিক সম্পর্কে বাধ্য

Reporter Name 176 View
Update : Friday, October 18, 2019

নিউজ ডেস্ক | শুক্রবার,১৮ অক্টোবর ২০১৯:
ভারতের মুম্বাইয়ের কুরলা এলাকায় ১৬ বছর বয়সের এক কিশোরকে অপহরণের পর ধর্ষণ করেছেন ৩৮ বছর বয়সী এক নারী। এ ঘটনার পর তাকে আটক করেছে দেশটির পুলিশ।

গেল বুধবার মুম্বাই পুলিশ জানায়, ওই কিশোর পুলিশের কাছে জবানবন্দী দিয়েছে তাকে অপহরণের পর শারীরিক মিলনে বাধ্য করেন ৩৮ বছর বয়সী নারী।

এ ঘটনার পর কিশোরের বাবা থানায় একটি নিখোঁজ ডাইরিও করেন।

ওই সময় ওই নারীর স্বামীও থানায় একটি ডাইরি করেছেন। যাতে তিনি অভিযোগ করে তার স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

গত ২৯ জুন নাস্তা করতে বাড়ির বাইরে বেরিয়েছিল ওই কিশোর। কিন্তু বিকেল পর্যন্ত সে বাসায় ফেরেনি।

এরপরই পুলিশ তদন্ত করে জানতে পারে তারা দুজন মুম্বাইয়ের কুরাল রেলওয়ে স্টেশনের পাশে একটি বাড়িতে অবস্থান করছেন। সেখান থেকেই ওই কিশোরকে উদ্ধার করা হয়।

ওই কিশোর পুলিশের কাছে জানায়, গেল ২৯ জুন তাকে কল দিয়ে বাড়ির বাইরে ডেকে নিয়ে যান ওই নারী।

এরপর তার ফোন ও সিম ভেঙে ফেলেন তিনি। কিশোরের অভিযোগ ওই নারী তাকে শারীরিক মিলনে বাধ্য করেন।

এরই মধ্যে ওই নারীকে আটক করার পর কারাগারে পাঠানো হয়েছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর