September 15, 2025, 12:06 am

জন্মনিবন্ধন করতে ৫০ টাকার বদলে ৫শ’ টাকা দাবি!

Reporter Name 130 View
Update : Friday, October 18, 2019

ব্রাহ্মণবাড়িয়া | শুক্রবার,১৮ অক্টোবর ২০১৯:
ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম নিবন্ধন করতে ৫০ টাকার বদল ৫০০ টাকা টাকা নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এজন্য জেলা পৌরসভার সিনিয়র স্বাস্থ্য পরিদর্শক কাম স্যানিটারি ইন্সপেক্টর রেজাউল করিম ভুইয়াকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এক ভুক্তভোগী। ‍আগামী ৭ দিনের মধ্যে রেজাউল করিমকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জজ কোর্টের আইনজীবী জাহাঙ্গীর হোসেনের পাঠানো লিগ্যাল নোটিশে বলা হয়েছে, তার মোয়াক্কেল আশিকুল ইসলাম ভুইয়া তার দুই ভাগিনা সাইয়ান হোসেন ও সাফওয়ান হোসেনের জন্ম নিবন্ধন করাতে পৌরসভায় যান। প্রয়োজনীয় সব কাগজপত্র থাকা সত্ত্বেও সিনিয়র স্বাস্থ্য পরিদর্শক রেজাউল ইসলাম তাদের জন্ম নিবন্ধন করে দিতে টালবাহানা শুরু করেন। পরদিন আবার গেলে ৫০ টাকার বদলে ৫০০ টাকা দাবি করেন। টাকা দেয়ার পর জন্ম নিবন্ধন করে দেন তিনি।

লিগ্যাল নোটিশ পাওয়ার কথা স্বীকার করে রেজাউল ইসলাম গণমাধ্যমকে বলেন, অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বাংলা ও ইংরেজি জন্ম নিবন্ধনের জন্য নিয়ম অনুসারে ১৫০ টাকা রাখি। জাহাঙ্গীর হোসেন এ বিষয়ে আমার সঙ্গে কথাও বলেছেন। নিয়ম অনুসারে আরও কাগজ ও ছবি চাওয়ায় হয়তো তিনি মনক্ষুণ্ন হয়েছেন। ঘুষ চাওয়ার বিষয়টি ঠিক নয়।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর