September 12, 2025, 12:34 pm

বাংলাদেশকে ১০০ ভাগ সহযোগিতা করবো: গাঙ্গুলী

Reporter Name 257 View
Update : Friday, October 18, 2019

স্পোর্টস ডেস্ক | শুক্রবার,১৮ অক্টোবর ২০১৯:
বাংলাদেশের ক্রিকেটের অগ্রগতিতে ‘শতভাগ সহযোগিতার’ কথা জানিয়েছেন ভারতের জাতীয় দলের সাবেক অধিনায়ক ও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সদ্য দায়িত্ব নেয়া সভাপতি সৌরভ গাঙ্গুলী।

তিনি বলেছেন, ‘একশোবার বাংলাদেশকে সহযোগিতা করবো। বাংলাদেশ যদি সহযোগিতা না করি তবে কাকে করবো।’

গেল বুধবার সন্ধ্যায় কলকাতার ইডেন গার্ডেন্সে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গুল এর (সিএবি) নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশ ক্রিকেট নিয়ে এসব কথা বলেন গাঙ্গুলী।

সাবেক এই বিশ্বসেরা ক্রিকেটার বলেন, ‘দুদেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতার সুযোগ আছে। আইসিসির সঙ্গে আলোচনা সাপেক্ষেও সহযোগিতা করতে পারি। কিছুদিন পরই তো বাংলাদেশ ভারত সফরে আসছে। তখন এ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারবো।’

এদিকে বিসিসিআই সভাপতি মনোনীত হওয়ার পর সৌরভ গাঙ্গুলীকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

নভেম্বরে দুই টেস্ট সিরিজ খেলতে ভারত সফরে যাবে বাংলাদেশ। একটি টেস্ট হবে সৌরভের শহর কলকাতার ইডেন গার্ডেন্সে। সেই ম্যাচটি স্মরণীয় করে রাখতে ইতোমধ্যে পরিকল্পনা শুরু করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি গাঙ্গুলী।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর