August 31, 2025, 1:07 pm

পদ্মায় লঞ্চ-ফেরি সংঘর্ষ, আহত ৫

Reporter Name 118 View
Update : Wednesday, October 23, 2019

কাঁঠালবাড়ী | বুধবার,২৩ অক্টোবর ২০১৯:
কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌ-রুটের পদ্মা নদীতে যাত্রীবাহী লঞ্চের সঙ্গে ফেরির সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে লঞ্চের পাঁচ যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে ডুবোচরের কারণে এ ঘটনা ঘটে।

ঘাট সূত্রে জানা গেছে, শিমুলিয়া থেকে রাতে যাত্রীবাহী এমভি হাজী শরীয়তউল্লাহ নেভিগেশন লঞ্চটি দেড় শতাধিক যাত্রী নিয়ে কাঁঠালবাড়ী ঘটের উদ্দেশ্যে আসছিল। নৌ-রুটের লৌহজং টার্নিং পয়েন্টের চ্যানেল অতিক্রমের সময় শিমুলিয়াগামী একটি ফেরির সঙ্গে লঞ্চের সংঘর্ষ হয়। এ সময় লঞ্চের কমপক্ষে পাঁচ যাত্রী পড়ে গিয়ে মাথাসহ বিভিন্ন বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়। তবে আহতরা আশংকামুক্ত।

ডুবোচর এড়িয়ে চলতে গিয়ে এ সংঘর্ষের ঘ্টনা ঘটেছে।

বিআইডব্লিউটিএর কাঁঠালবাড়ী ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, কাঁঠালবাড়ী আসার সময় ফেরির সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। লঞ্চের পেছানের দিকের সঙ্গে ফেরির ধক্কা লেগেছিল।

কয়েকজন যাত্রী আঘত পেয়েছে, তবে মারাত্মক কিছু হয়নি।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর