October 30, 2025, 9:06 pm

নওগাঁর পত্নীতলায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

Reporter Name 135 View
Update : Wednesday, October 23, 2019

নওগাঁ | বুধবার,২৩ অক্টোবর ২০১৯:
নওগাঁর পত্নীতলায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ মেহেদী হাসান (৩০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত ৩টার দিকে উপজেলার শিহারা ইউনিয়নের লোদিপুর খাড়ির ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান নওগাঁর বদলগাছী উপজেলার সাগরপুর গ্রামের গফুর ভোলার ছেলে।

নওগাঁর পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার গভীর রাতে মাদক বেচাকেনার খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল লোদিপুর খাড়ির ব্রীজ এলাকায় যায়। এ সময় মাদক ব্যবসায়ীরা টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পরে পুলিশ পাল্টা গুলি চালালে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় মেহেদী হাসান। এদিকে তার সাথে থাকা অন্যরা পালিয়ে যায়। বন্দুকযুদ্ধের সময় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদেরকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার করেছে পুলিশ। সে দীর্ঘদিন ধরে মাদক ও চোরাকারবারীর সাথে জড়িত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর