August 7, 2025, 1:02 am

শাহজালালে বাংলাদেশ বিমানের জরুরি অবতরণ

Reporter Name 140 View
Update : Thursday, October 24, 2019

নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯: সৈয়দপুর থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা ১১টা ২৫ মিনিটের দিকে বিমানটি জরুরিভিত্তিতে অবতরণ করে।

তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। বিমানবন্দর সূত্রে এ তথ্য জানা গেছে।

বিমানটির জরুরি অবতরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছিল বলে ব্রেকিংনিউজকে জানান বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার তাহেরা খন্দকার।

ঠিক ১০ দিন আগে গত ১৪ অক্টোবর পাখির সঙ্গে ধাক্কা লেগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ ময়ূরপঙ্খী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছু সময় পরই জরুরি অবতরণ করে। ল্যান্ডিং গিয়ারে সমস্যার কারণে একই উড়োজাহাজটি গত ১৯ সেপ্টেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছিল।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর