‘নিষিদ্ধ’ই রয়ে গেলেন ফেরদৌস!

বিনোদন ডেস্ক | রবিবার, ২৭ অক্টোবর ২০১৯ :
ভারতের লোকসভা নির্বাচন চলাকালীন রাজনৈতিক প্রচারে অংশ নেন অভিনেতা ফেরদৌস আহমেদ। দুই দেশের জনপ্রিয় এই অভিনেতাই বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রের উৎসবে ‘প্রচার করে’ পড়ে যান বিপাকে। ছাড়তে হয় ভারত। এখানে শেষ হয়না তার ভিসাও বাতিল করে দেয় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
দেশটির এই সিদ্ধান্তেই অনিশ্চিত হয়ে গিয়েছিল তার ‘দত্তা’ ছবির ভবিষ্যত। ছবির কাজ অসম্পূর্ণ রেখেই বাংলাদেশে ফিরে এসেছিলেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস।
মাত্র ২০ শতাংশ এগিয়েছিল ছবির কাজ। তাই প্রায় মাস ছয়েক পর দত্তা’র ভবিষ্যত নির্ধারিত হল। ফেরদৌসের ভিসা জটিলতা সমাধান না হওয়ায়, বদলে গেল ছবিতে তার ‘বিলাস বিহারি’ চরিত্রটি। ফেরদৌসের পরিবর্তে সাহেব চট্টোপাধ্যায়কে দেখা যাবে ‘দত্তা’র বিলাস বিহারির ভূমিকায়।
এর পরিচালক নির্মল চক্রবর্তী বলেন, ফেরদৌসের জন্য আমরা প্রায় ছয় মাস অপেক্ষা করেছি। তার ভিসা নিয়ে সমস্যা হয়েছে। আমরা অনেক চেষ্টা করেছি। কিন্তু কিছুই হলো না। শেষ পর্যন্ত বিলাস বিহারি চরিত্রে সাহেব চট্টোপাধ্যায়কে নিয়েছি। তাকে নিয়ে আগামী ডিসেম্বরে আবার ছবিটির শুটিং শুরু করব।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস ‘দত্তা’ অবলম্বনে নির্মাণ করা হচ্ছে এই বাংলা ছবিটি।