October 30, 2025, 3:27 am

মা-ইলিশ শিকারের দায়ে ৬ জেলেকে জরিমানা

Reporter Name 133 View
Update : Thursday, October 31, 2019

লক্ষ্মীপুর | বৃহস্পতিবার,৩১ অক্টোবর ২০১৯:
লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদীতে অবৈধভাবে মা-ইলিশ শিকারের অপরাধে ৬ জেলেকে আটক করা হয়েছে। এসময় দুটি নৌকা ও তিন হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

বুধবার রাত ৮ টার দিকে মৎস অফিস ও কোষ্ট গার্ডের যৌথ অভিযানে তাদেরকে আটক করা হয়।

আটককৃত জাল নিয়মমাফিক আগুনে পুড়িয়ে ধ্বংশ করা হয় এবং জব্দকৃত নৌকা স্থানীয় মেম্বারের জিম্মায় রাখা হয়।

আসামিদেরেকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫(১) ধারায় পাঁচ হাজার টাকা হারে ৬ জনকে মোট ত্রিশ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিন চৌধুরী এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা বেলায়েত হোসেন সবুজ, মৎস অফিসের কর্মকর্তা কফিল উদ্দিন, কোষ্ট গার্ড সদস্যবৃন্দ প্রমুখ।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর