ধানমন্ডিতে বাড়ির মালিক ও গৃহকর্মীকে গলা কেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১ নভেম্বর ২০১৯:
রাজধানীর ধানমন্ডিতে বাড়ির মালিক ও গৃহপরিচারিকাকে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন- বাড়ির মালিক আফরোজা বেগম (৫৯) ও কাজের মেয়ে দিতি (১৯)। শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যায় ধানমন্ডির ১৫-এর ২১ নম্বর বাড়ির চতুর্থ তলায় থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহত আফরোজার মেয়ের জামাই ব্যবসায়ী মনির উদ্দিন তারিমের বডিগার্ড বাচ্চুকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল লতিফ বিষয়টি নিশ্চিত করেন। ওসি বলেন, ওই বাসার মালিক যিনি নিহত হয়েছেন তিনি ক্রিয়েটিভ গ্রুপের ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক কাজী মনির উদ্দিন তারিমের শাশুড়ি।
তিনি আরও বলেন, রুম ভেঙে ভেতরে প্রবেশ করে দুই রুমে দুইজনকে গলাকাটা অবস্থায় দেখা যায়। পুলিশের ক্রাইম সিন ও সিআইডি ঘটনাস্থলে এসেছে। তারা আলামত সংগ্রহ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকে পাঠানো হবে।
ধারণা করা হচ্ছে, আজ বিকালে ২১ বছর বয়সী নতুন এক কাজের মহিলাকে বাসায় নিয়োগ দেওয়া হয়েছিল। সেই এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে।