রংপুরে জামায়াত-শিবিরের আটক ১০
নিজস্ব প্রতিবেদক | শনিবার,২ নভেম্বর ২০১৯:
রংপুর নগরীর পীরজাবাদ থেকে জামায়াত-শিবিরের ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তদন্তের স্বার্থে আটকদের পরিচয় জানায়নি পুলিশ।
শনিবার বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আলতাব হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের রায়কে কেন্দ্র করে গত কয়েক দিন থেকে ওই এলাকায় আটককৃতরা সংঘবদ্ধ হতে থাকে। বিভিন্ন সময় তারা গোপনে মিছিল ও সরকার বিরোধী স্লোগান দিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে।’
‘গোপন সংবাদের ভিত্তিতে মেট্রোপলিটন পুলিশের একটি বিশেষ দল পীরজাবাদ থেকে তাদেরকে আটক করে।’
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর








