December 1, 2025, 10:39 pm

৪৮তম জাতীয় সমবায় দিবস আজ

Reporter Name 150 View
Update : Saturday, November 2, 2019

নিজস্ব প্রতিবেদক | শনিবার,২ নভেম্বর ২০১৯:
আজ শনিবার (২ নভেম্বর) ৪৮তম জাতীয় সমবায় দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে সরকারি-বেসরকারি সংগঠন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।

দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে–‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন।’

এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় আজ সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে সমবায় দিবসের বর্ণাঢ্য র‌্যালি বের করবে। এর পর দুপুরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হবে। পরে বিকেলে জাতীয় সমবায় দিবস ২০১৯ ও জাতীয় সমবায় পুরস্কার ২০১৮ প্রদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ভাষণ দান করবেন বলে আশা করা হচ্ছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর