৪৮তম জাতীয় সমবায় দিবস আজ
নিজস্ব প্রতিবেদক | শনিবার,২ নভেম্বর ২০১৯:
আজ শনিবার (২ নভেম্বর) ৪৮তম জাতীয় সমবায় দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে সরকারি-বেসরকারি সংগঠন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে–‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন।’
এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় আজ সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে সমবায় দিবসের বর্ণাঢ্য র্যালি বের করবে। এর পর দুপুরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হবে। পরে বিকেলে জাতীয় সমবায় দিবস ২০১৯ ও জাতীয় সমবায় পুরস্কার ২০১৮ প্রদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ভাষণ দান করবেন বলে আশা করা হচ্ছে।
More News Of This Category









