December 19, 2025, 7:18 pm

আবারও মেসিদের ধারাভাষ্য কক্ষে জামাল ভূঁইয়া!

Reporter Name 323 View
Update : Sunday, November 3, 2019

স্পোর্টস ডেস্ক | রবিবার,৩ নভেম্বর ২০১৯:
আগেও একবার লা লিগার ম্যাচে ধারাভাষ্য দিয়েছেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তবে সেদিন লা লিগার স্টুডিও থেকে নয়, ধারাভাষ্য দিয়েছিলেন বিইন নামে দুবাইভিত্তিক একটি স্পোর্টস চ্যানেলে। এবার দিচ্ছেন লা লিগার স্টুডিও থেকে।

বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হয়েছে বার্সেলোনা ও লেভান্তের ম্যাচ। লেভান্তের মাঠে মেসিদের এই ম্যাচে বাংলাদেশ অধিনায়ক স্টুডিও থেকে আছেন ধারাভাষ্যে। জামাল ভূঁইয়া তার ফেসবুকের ভেরিফাইড পেজে জানিয়েছেন তার নতুন মিশনের কথা।

এর আগে গত ১৯ মে জামাল ভূঁইয়া দুবাইয়ের স্টুডিওতে সর্বশেষ বার্সেলোনা ও এইবারের মধ্যেকার ম্যাচের ধারাভাষ্য দিয়েছিলেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর