November 17, 2025, 1:00 am

সাইবার সচেতনতায় ঢাকা কলেজে নতুন নেতৃত্ব

Reporter Name 184 View
Update : Thursday, November 7, 2019

সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের (সিসিএ ফাউন্ডেশন) ঢাকা কলেজ চ্যাপ্টারের নতুন নেতৃত্ব গঠন হয়েছে। নতুন অ্যাম্বাসেডর হিসেবে হিসাব বিজ্ঞান বিভাগের তানভীর আহমেদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের রায়হান হোসেন জয়েন্ট অ্যাম্বাসেডর এবং সমাজবিজ্ঞান বিভাগের মো. মাহমুদুল হাসান ডেপুটি অ্যাম্বাসেডরের দায়িত্ব পেয়েছেন। বুধবার সিসিএ ফাউন্ডেশনের ওয়েবসাইটে নতুন এ কমিটি ঘোষণা দেয়া হয়।

২০১৮ সালের ভুক্তভোগীদের নিয়ে করা সিসিএ ফাউন্ডেশনের এক গবেষণায় দেখা গেছে, বর্তমানে ভার্চুয়াল জগতে বাংলাদেশের প্রযুক্তি ব্যবহারকারীদের মধ্যে ১১ ধাপে অপরাধ সংঘটিত হচ্ছে। এর মধ্যে চারটিই নতুন। এগুলো হলো- ফোনে বার্তা পাঠিয়ে হুমকি, কপিরাইট আইন লঙ্ঘন, পণ্য বিক্রি করতে গিয়ে প্রতারণার শিকার এবং অনলাইনে কাজ করিয়ে নেয়ার কথা বলে প্রতারণা। আক্রান্তদের মধ্যে নারী ভুক্তভোগীদের সংখ্যা বেড়েছে ১৬ দশমিক ৭৭ শতাংশ। তবে ভুক্তভোগীদের ৮০ দশমিক ৬ শতাংশই আইনের আশ্রয় নেন না।

গবেষণার তথ্য অনুযায়ী কর্মপরিকল্পনা তৈরি করে সে অনুযায়ী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ ইন্টারনেট বিষয়ে সচেতনতা গড়ে তুলতে কাজ করছে সিসিএ ফাউন্ডেশন। এর অংশ হিসেবে ক্যাম্পাসগুলোতে কমিটি পুনঃগঠনের কাজ চলছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর