September 14, 2025, 10:09 pm

উপকূলবাসীদের পাশে থাকতে বাংলাদেশ ন্যাপ’র নেতা-কর্মীদের নির্দেশ

Reporter Name 123 View
Update : Saturday, November 9, 2019

প্রাকৃতির বিপর্যয় ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব থেকে সাধারণ মানুষের জানমাল বাঁচাতে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ’র নেতাকর্মীদের সক্রিয়ভাবে কাজ করতে এবং উপকূলবাসীদের পাশে থাকতে নির্দেশ দিয়েছেন পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।

একই সাথে তারা ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর আঘাত থেকে রক্ষা পেতে উপকূলবাসীদের সতর্ক ও নিরাপদ আশ্রয়ে থাকার জন্য আহ্বান জানিয়েছেন।

শনিবার (৯নভেম্বর) এক বিবৃতিতে উপকূলীয় এলাকাসহ সারাদেশে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাব মোকাবেলায় সরকারি উদ্যোগের সঙ্গে সহায়তা করতে এই নির্দেশ দিয়েছেন তিনি।

নেতৃদ্বয় সরকারি-বেসরকারি ও সেচ্ছাসেবী সংস্থাগুলোকে ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় সমন্বিতভাবে কাজ করতেও আহ্বান জানান।

পাশাপাশি উপকূলীয় এলাকার জনসাধারণকে নিকটস্থ ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রগুলোয় নিরাপদ আশ্রয় নিতে আহ্বান জানান তারা।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর