জামাকাপড়ে আমার অ্যালার্জি, তাই পরি না !

বলিটাউনের ড্রামা কুইন রাখি সাওয়ান্ত। কোনও না কোনও অঘটন ঘটিয়ে তিনি খবরে চলে আসেন। দিন কয়েক আগে তার টপলেস ভিডিও ঝড় তুলেছিল নেট দুনিয়ায়।
এবার সোস্যাল মিডিয়ায় পোস্ট করেছেন আরেকটি বিব্রতকর ভিডিও। যাতে দেখা যায়, খাটে শুধুমাত্র একটি চাদড় গায়ে জড়িয়ে শুয়ে প্রবাসী স্বামী রীতেশকে গান গেয়ে গেয়ে ডাকছেন রাখি।
সোস্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওটিতে সমালোচনার ঝড় বয়ে যায়। নেটিজেনদের প্রশ্ন, ”এ কী করছেন রাখি?’ উত্তরে স্বভাবসুলভ ‘কুল অ্যান্ড কাম কন্ট্রোভার্সি কুইন’!
বললেন, ” এত বাড়াবাড়ি করার কী আছে ? আমি জানি আমি কী করেছি ! আমার কোনও সমস্যা নেই, আমার স্বামীরও নেই, আমার স্বীকার করতে কোনও দ্বিধা নেই যে জামাকাপড় পড়লে অ্যালার্জি হয়! ”
তিনি এও জানান, ” আমার শ্বশুর-শাশুড়ি যথেষ্ট প্রগতিশীল, তারাও এতে আপত্তি করেন না!
প্রসঙ্গত, গত ২৮ জুলাই, মু্ম্বাইয়ের একটি পাঁচতারা হোটেলে প্রবাসী ব্যবসায়ী রীতেশকে বিয়ে করেছেন রাখি। তবে, বিয়ের খবর দিলেও স্বামীর ছবি এখনও শেয়ার করেননি রাখি। তার বক্তব্য, রীতেশ এখন মিডিয়ার মুখোমুখি হতে চান না কিন্তু তিনি নাকি রাখিকে কথা দিয়েছেন যে তাদের সন্তান হলে একসঙ্গে ফোটোশুট করবেন।