October 30, 2025, 3:28 am

বিয়ের দু’দিন পর যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার- স্ত্রী আটক

Reporter Name 146 View
Update : Sunday, November 10, 2019

নাটোরের সিংড়ায় বিয়ের দু’দিন পর মিজানুর রহমান (২১) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ভোরে সিংড়া পৌর এলাকার সোহাগবাড়ি গ্রামের বাড়ির পাশে একটি গাছের সাথে তার ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

পরে সেখান থেকে লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত মিজানের স্ত্রী মিনুকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানায়, শুক্রবার পৌর এলাকার মহেশচন্দ্রপুর গ্রামের আব্দুল মজিদের কন্যা মিনুর সাথে পারিবারিকভাবে বিয়ে হয় সোহাগবাড়ি গ্রামের মোজাহারের ছেলে মিজানের। শনিবার রাতে বাসায় ফিরে ঘুমিয়ে পরে মিজান। গভীর রাতে কে বা কারা তাকে ফোনে ডেকে নেয়। পরে ভোরে নিহতের বাড়ির পাশে একটি গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন সিংড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জামিল আকতার, পুলিশ পরিদর্শক (তদন্ত) নেয়ামুল আলম।

এএসপি জামিল আকতার বলেন, জিজ্ঞাসাবাদের জন্য মিজানের স্ত্রীকে আটক করা হয়েছে। তদন্ত চলছে, ময়নাতদন্তের রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর