September 12, 2025, 5:56 pm

ভারত-বাংলাদেশ ম্যাচে বৃষ্টির সম্ভাবনা নেই

Reporter Name 271 View
Update : Sunday, November 10, 2019

ভারতের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে রুদ্র প্রকৃতির হস্তক্ষেপ নিয়ে শঙ্কা যেন কাটছেই না। দিল্লিতে প্রথম ম্যাচে ক্রিকেট ছাপিয়ে গিয়েছিল শহরটির বায়ুদূষণের মাত্রা। রাজকোটে পরের ম্যাচ তো ঘূর্ণিঝড় ‘মাহা’য় পণ্ড হওয়ার শঙ্কায় ছিলেন সবাই। যদিও শেষ পর্যন্ত সহায় হয়েছিল প্রকৃতি। ম্যাচটা ঠিকঠাকমতোই শেষ হয়েছে। আজ নাগপুরে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।এ ম্যাচ নিয়েই শঙ্কা জেগেছিল, ঝড়-বৃষ্টির কারণে পণ্ড হবে না তো!

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর প্রভাব দেশের উপকূলবর্তী অঞ্চলগুলোয় খুব ভালোভাবেই টের পাওয়া গেছে। ভারতের পশ্চিমবঙ্গেও আঘাত হেনেছে বুলবুল। এতে সমর্থকদের মনে প্রশ্ন জাগাই স্বাভাবিক, নাগপুরেও কি ছাপ রেখে যাবে বুলবুল? কলকাতা থেকে সড়ক পথে শহরটির দূরত্ব ১২০০ কিলোমিটারের বেশি। ‘আকুওয়েদার’-এর তথ্য অনুযায়ী, নাগপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা শতকরা ১ শতাংশ। আকাশে খণ্ড খণ্ড মেঘ থাকলেও সারাটা দিন রৌদ্রোজ্জ্বল থাকবে বলেই জানানো হয়েছে।

মহারাষ্ট্রের এ শহরেই আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় রোহিত শর্মার দলের মুখোমুখি হবে বাংলাদেশ। সন্ধ্যা থেকে রাতেও বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই নাগপুরে। তবে শহরটি বায়ুদূষণে আক্রান্ত। বিদর্ভ ক্রিকেট স্টেডিয়ামে ধোঁয়াটে পরিবেশের মধ্যে খেলতে হতে পারে ক্রিকেটারদের। কিন্তু তা ম্যাচে কোনো প্রভাব ফেলবে না। যদিও একটু পরিবেশটা ঠান্ডা মনে হতে পারে ক্রিকেটারদের। কারণ তাপমাত্রা সর্বোচ্চ ৩২ ডিগ্রি সেলসিয়াস থেকে ২০ ডিগ্রিতে নেমে আসতে পারে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর