September 14, 2025, 10:08 pm

১১ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ার ফেরি চলাচল শুরু

Reporter Name 139 View
Update : Sunday, November 10, 2019

দীর্ঘ প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়ার নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। রেবাবার সকাল পৌনে ৯টার দিকে এ রুটে ফেরি চলাচল শুরু হয়। তবে এখন পর্যন্ত শুরু হয়নি লঞ্চ চলাচল।

দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে নদী পারের অপেক্ষায় আটকা পড়েছে কয়েকশ যানবাহন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।

এর আগে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে গতকাল বিলেল থেকে নৌ দুর্ঘটনা এড়াতে এ রুটে লঞ্চ এবং রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিএ’র দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. আবু আব্দুল্লাহ রনি জানান, ঘুর্ণিঝড় বুলবুলের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে গতকাল রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল । আবহাওয়ার কিছুটা ভালো হওয়ার সকাল পৌনে ৯টার দিক থেকে আবর ফেরি চলাচল শুরু করা হয়েছে। বর্তমানে এ রুটে ১৭ টি ফেরি চলাচল করছে। স্বাভাবিকভাবে ফেরিগুলো চলাচল করলে সিরিয়ালে থাকা যানবাহনের চাপ দ্রুত কমে যাবে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর