August 3, 2025, 5:57 am

ইবিতে ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

Reporter Name 168 View
Update : Tuesday, November 12, 2019

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। ‘এ’ ইউনিটে পাশের হার ২৫ শতাংশ।

মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারীর কাছে এ ফলাফল হস্তান্তর করেন ‘এ’ ইউনিটের সমন্বয়ক অধ্যাপক ড. মো. লোকমান হোসাইন।

‘এ’ ইউনিটের সমন্বয়ক সূত্রে জানা যায়, ৪ নভেম্বর অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় আবেদন করেছিল ২২২৩ ভর্তিচ্ছু। এর মধ্যে ১৮৮১ জন অংশগ্রহণ করে এবং ৪৬৪ জন পাশ করে।

ফলাফল হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ, ছাত্র উপদেষ্টা ও প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন, থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডীন অধ্যাপক ড. এ এফ এম আকবর হোসেন, আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. আশরাফুল আলম।

‘এ’ ইউনিটে যারা পাশ করেছে তাদের এসএমএস এর মাধ্যমে ফলাফল জানিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন ভর্তি পরীক্ষা টেকনিক্যাল উপকমিটির সদস্য অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন। এছাড়াও ফলাফল ও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.iu.ac.bd) তে পাওয়া যাবে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর