October 30, 2025, 3:25 am

রংপুরে আল্লাহর দলের সদস্য গ্রেফতার

Reporter Name 130 View
Update : Tuesday, November 12, 2019

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আল্লাহর দলের সদস্য আল শাহরিয়ার রোকনকে গাইবান্ধা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (১২ নভেম্বর) র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব-১৩ কোম্পানি কমান্ডার মোতাহার হোসেন জানান, র‌্যাব-১৩ জঙ্গি সেলের একটি দল সোমবার রাতে গাইবান্ধা সদর থেকে জঙ্গি সংগঠন আল্লাহর দল এর আঞ্চলিক নায়ক মো. আল শাহারিয়া রোকনকে গ্রেফতার করে। মো. আল শাহারিয়া রোকন সদর উপজেলার কুপতলা গ্রামের তৈয়ব আলীর ছেলে।

এই কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জঙ্গি কার্যক্রমের কথা স্বীকার করেছেন। তিনি ২০০১ সাল থেকে সংগঠনের জন্য চাঁদা সংগ্রহ, নিয়মিত গোপন বৈঠকে করেন। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে দলের অন্য সদস্যদের গ্রেফতারে চেষ্টা চলছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর