August 22, 2025, 1:03 am

আফগানিস্তানে গাড়ি বোমা বিষ্ফোরণে নিহত ৭

Reporter Name 162 View
Update : Wednesday, November 13, 2019

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে বুধবার সকালের ব্যস্ততম সময়ে গাড়ি বোমা বিষ্ফোরণে ৭ জন নিহত এবং অপর ৭ জন আহত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র নাসরাত রাহিমী বলেন, কাবুল বিমান বন্দরের উত্তরে এবং স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের কাছাকাছি এলাকায় এই গাড়ি বোমার বিষ্ফোরণ ঘটানো হয়।

এ বিষয়ে পরে বিস্তারিত জানানোর কথা উল্লেখ করে তিনি বলেন, নিহতরা সকলেই বেসামরিক লোক।

স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের একটি সূত্র জানায়, এক আত্মঘাতি হামলাকারী গাড়ি বোমার বিষ্ফোরণ ঘটায় এবং এই হামলার লক্ষ্য ছিল সরকারী লোকদের বহনকারী গাড়ি।

২০১৬ সালে পশ্চিমা নাগরিক অপহরণ ও জিম্মি করার অপরাধে আটক উচ্চপর্যায়ের তিন তালেবান বন্দীর মুক্তি দেয়ার ঘোষণা আফগান প্রেসিডেন্ট আশরাফ গণির দেয়ার একদিন পরে এই হামলা চালানো হলো।

এই তিন তালিবান বন্দী হলেন- আনাস হাক্কানী, তার বড় ভাই উপপ্রধান তালেবান নেতা ও হাক্কানী নেটওয়ার্কের প্রধান এবং অপর এক তালেবান নেতা।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর