ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় কবি নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কবি নজরুল সরকারি কলেজে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের মাঝে কলম ও খাবার পানি বিতরণ করেছে কবি নজরুল কলেজ শাখা ছাত্রলীগ।
শুক্রবার (১৫ নভেম্বর) সকাল হতে এ কর্মসূচি পালন করে ছাত্রলীগের নেতাকর্মী। নেতাকর্মীরা কয়েকটি দলে ভাগ হয়ে এ কাজটি সম্পন্ন করে।
জানা গেছে, সকাল থেকেই কবি নজরুল কলেজের ছাত্রলীগের নেতাকর্মীরা ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের মাঝে তথ্য প্রদান, সুপেয় পানি ও কলম সরবরাহ ও অভিভাবকদের বসার ব্যবস্থা করেন।
ভর্তি পরীক্ষার্থীদের মাঝে সহায়তার সময় উপস্থিত ছিলেন, কবি নজরুল কলেজের ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সজল কুমার মজুমদার, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মো. রিয়াজুল ইসলাম পাভেল, বিএম নাজমুল ইসলাম, সহ সভাপতি ফারুক হাওলাদার, শেখ রিফাত ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, আনোয়ার হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন সাগরসহ অনেকে।
এ বিষয়ে কবি নজরুল কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম পাভেল বলেন, ‘আমরা ছাত্রলীগের পক্ষ থেকে পরীক্ষার্থীদের সাধ্যমতো সহায়তা করেছি। পরীক্ষার্থীদের মাঝে তথ্য সরবরাহ, সুপেয় পানি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।’
সাবেক সাংস্কৃতি সম্পাদক মো. খাইরুল বাশার আশিক বলেন, ছাত্রলীগ সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।