মধ্যরাতে কলেজছাত্রীকে তুুলে নেয়ার চেষ্টা, গ্রামবাসীর হাতে আটক ১০

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় নিজ বাড়ি থেকে এক কলেজছাত্রীকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টাকালে ১০ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী।
বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের দামগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
গৌরীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. জামাল উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
এলাকাবাসীর বরাত দিয়ে তিনি জানান, মাঝরাতে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে ওই কলেজছাত্রীর বাড়িতে হানা দেয়। তাকে তুলে নেয়ার চেষ্টার সময় তার চিৎকারে গ্রামবাসী ছুটে এসে ১০ জনকে আটক করে। তবে অপহরণে নেতৃত্ব দেয়া আশিকসহ অন্য কয়েকজন গ্রামবাসীর ধাওয়া খেয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল-আমিন জনি জানান, মেয়েটির সঙ্গে ধুরুয়া রামনাথপুর গ্রামের খাইরুল ইসলামের ছেলে আশিক নামে এক ছেলের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্প্রতি মেয়েটির অন্যত্র বিয়ে দেয়া হচ্ছে জেনে লোকজন নিয়ে মেয়েটিকে তুলে নিয়ে যেতে চায় আশিক।
এসআই জামাল উদ্দিন জানান, আটক ১০ জনকে জিজ্ঞাসাবাদ চলছে। এ ব্যাপারে এখনও থানায় কোনও মামলা দায়ের হয়নি।