প্রেমে সাড়া না দেওয়ায় গৃহবধূকে এসিড নিক্ষেপ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক গৃহবধূকে এসিড ছুঁড়ে ঝলসে দিয়েছে সুজন কুমার হালদার নামে এক যুবক। শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের জগন্নাথদী গ্রামে এ ঘটনা ঘটে।
এসিড আক্রমণের শিকার গৃহবধূর নাম স্বরসতী মালো (২৩)। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
এ ঘটনায় রবিবার (১৭ নভেম্বর) স্বরসতীর ভাসুর কৃষ্ণ বাদী হয়ে মধুখালী থানায় সুজন কুমার হালদারকে আসামি করে মামলা দায়ের করেন। পরে পুলিশ সুজনকে গ্রেফতার করে।
আটক সুজন কুমার হালদার উপজেলার গাজনা ইউনিয়নের বেলেশ্বর গ্রামের সুশীল কুমার হালদারের ছেলে।
জানা গেছে, প্রায় দুই বছর ধরে স্বরসতীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছে সুজন। এ ঘটনায় সুজনকে একাধিক সালিশ করে সতর্ক করা হয়। শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় স্বরসতী রান্না করছিলেন। এ সময় সুজন তার শরীরে এসিড ছুঁড়ে পালিয়ে যায়।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, অভিযুক্ত সুজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।