August 31, 2025, 6:18 am

মুন্সীগঞ্জে বিয়ের খাবার খেয়ে অসুস্থ দুই শতাধিক

Reporter Name 125 View
Update : Sunday, November 17, 2019

মুন্সীগঞ্জ সদরের বাগেশ্বর এলাকায় বিয়ের অনুষ্ঠানের খাবার খেয়ে শিশুসহ দুই শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছে। আহতদের মধ্যে ৫০ জনকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) সদর উপজেলার বাগেশ্বর বাজারের আলী কমিউনিটি সেন্টারে খেয়ে এ ঘটনা ঘটে।

অসুস্থ হওয়া মো. মতিন নামে এক ব্যক্তি জানান, শনিবার সন্ধ্যায় সদর বিয়ে বাড়িতে খেয়ে অসুস্থ হওয়া মতিন নামে এক ব্যক্তি জানান, শনিবার সন্ধ্যায় বাগেশ্বর বাজারের আলী কমিউনিটি সেন্টারে বাগেশ্বর দেওয়ানবাড়ির আসাবুদ্দিনের মেয়ে রুপা আক্তার ও পঞ্চসার গ্রামের সফিউদ্দিনের ছেলে রানা দেওয়ানের বিয়ের অনুষ্ঠান ছিল। সেখানে খাবার খাওয়ার পর অনেকে বমি করেন, অনেকে পেট ব্যথায় আক্রান্ত হন।

মুন্সীগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শৈবাল বসাক জানান, শনিবার সন্ধ্যার পর থেকে নারী, পুরুষ ও শিশুরা অসুস্থ অবস্থায় হাসপাতালে আসতে শুরু করে। রবিবার সকাল পর্যন্ত অসুস্থ বেশ কয়েকজনকে হাসপাতারে ভর্তি করা হয়েছে। বর্তমানে ৫০ জনকে চিকিৎসা দয়া হচ্ছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর