নরসিংদীর মাধবদীতে মাছ ব্যবসায়ির লাশ উদ্ধার

আব্দুল কুদ্দুস,মাধবদী প্রতিনিধি: নরসিংদী সদর উপজেলার মাধবদীতে সাগর দাস (১৮) নামে এক মাছ ব্যবসায়ির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার(১৮ নভেম্বর) সকালে উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের কবিরাজপুর গ্রাম থেকে লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসি জানায়, নিহত সাগর দাস মৃত আশু চন্দ্র দাসের ছেলে ও পাঁচদোনা বাজারের মাছের ব্যবসায়ি ছিলো। সাগর দাস দির্ঘদিন ধরে পরিবার-পরিজন নিয়ে কবিরাজপুর এলাকায় নাসির উদ্দিনের ভাড়া বাড়িতে থাকতেন। সোমবার ভোরে কবিরাজপুর গ্রামের একটি মাঠের পাশে তার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল প্রেরণ করেন।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন মৃতদেহের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ধারনা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর