মায়ের সঙ্গে থাকতে থানায় এরিক এরশাদের জিডি

বারিধারার প্রেসিডেন্ট পার্কে রাখতে চান মা বিদিশাকে, এজন্য থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে এরিক এরশাদ।
নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে সোমবার (১৮ নভেম্বর) এরিক নিজে গুলশান থানায় উপস্থিত হয়ে এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এসময় মা বিদিশা এরশাদও তার সঙ্গে ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান। জিডির বিষয়টি আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান ওসি।
এরশাদ মারা যাওয়ার পর থেকেই এরিকের নিরাপত্তা নিয়ে সোচ্চার ছিলেন বিদিশা। গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে হঠাৎ জোর করেই এইচ এম এরশাদের বারিধারার প্রেসিডেন্ট পার্কে ওঠেন বিদিশা। ওই ভবনের ৫ তলার একটি ফ্ল্যাটে থাকেন এরিক।
২০০৫ সালে এরশাদ-বিদিশার মধ্যে বিচ্ছেদ হয়। পরে তাদের একমাত্র ছেলে এরিকের দায়িত্ব নিয়ে তাদের লড়াই আদালতে গড়িয়েছিল। এরশাদের দেয়া মামলায় গ্রেফতারও হতে হয়েছিল বিদিশাকে। পরে আদালতের মাধ্যমে এরিকের দায়িত্ব পান এরশাদ। বারিধারার বাড়িতে এরিককে নিয়ে থাকতেন তিনি।